বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ - ১২:৪০
আয়াতুল্লাহ আল-উজমা ওহীদ খোরাসানীর গুরুত্বপূর্ণ উপদেশ তরুণদের উদ্দেশে

আয়াতুল্লাহ ওহীদ খোরাসানী বলেন: মানুষের জীবনে যৌবন হলো বিশ্বজগত ও সময়ের বসন্ত ঋতুর মতো। এই যৌবনের ঋতুতেই জ্ঞান ও কর্মের প্রতিটি বীজ ফলবতী হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তরুণদের উদ্দেশে উপদেশ প্রদানকালে আয়াতুল্লাহ ওহীদ খোরাসানী বলেন: মানুষের জীবনের যৌবন ঠিক অাফাক ও সময়ের বসন্তের মতো। যৌবনের এই ঋতুতে জ্ঞান ও আমলের যে কোনো বীজ ফল দেয়; কিন্তু বার্ধক্য হলো শীতকাল, আর শীতকালে কোনো বীজই ফল দেয় না।

তরুণদের উদ্দেশে তিনি বলেন: মৃত্যুর আগে জীবনকে মূল্য দাও, বার্ধক্যের আগে যৌবনকে মূল্য দাও।

যখন যৌবনের ঋতু চলে যায়, তখন আর কিছুই অবশিষ্ট থাকে না, শুধু আফসোস—“আমি এই জীবন থেকে কত উপকার নিতে পারতাম, কিন্তু নিতে পারিনি।”

— উদ্ধৃত: আয়াতুল্লাহ আল-উজমা ওহীদ খোরাসানীর বক্তব্য

আপনার কমেন্ট

You are replying to: .
captcha